Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বানিজ্য

সুজানগর উপজেলায় যে সকল হাট-বাজার গুলো রয়েছে তার প্রত্যেকটিতেই নির্দিষ্ট সময় অন্তর হাট বা বাজার বসে। এই সকল হাট-বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায়। সুজানগর উপজেলার উল্যেখযোগ্য ব্যবসা বানিজ্যের মধ্যে রয়েছে পিয়াজ। এটি সুজানগর উপজেলার একটি গর্ব। সুজানগর উপজেলায় প্রচুর পরিমানে পিয়াজ উৎপাদন হয় এবং বাংলাদেশের প্রত্যেক জায়গায় এখানথেকে সাপ্লাই দেওয়া হয়। সেই অনুযায়ী পিয়াজকে এখানকার প্রধান ব্যবসা বলা যায়।

 

সুজানগর উপজেলার উল্লেখযোগ্য হাট-বাজার গুলো হচ্ছে :সুজানগর বাজার, হেমরাজপুর হাট, কুড়িপাড়া হাট, নিশ্চিন্তপুর হাট, কাদোয়া হাট, সাতবাড়ীয়া বাজার, মানিকহাট হাট, রায়পুর হাট, ফকির হাট(চবিবশ মাইল), উদয়পুর হাট, গোয়ারিয়া হাট, নাজিরগঞ্জ হাট, বনকোলা হাট, কামালপুর হাট, নুরু উদ্দিনপুর হাট, খলিলপুর হাট, শ্যামগঞ্জ হাট, খলিলপুর নুতন হাট, সাগরকান্দী বাজার, ভাতশালা হাট, নাখারাজ হাট, বাদাই হাট, টাকিগাড়া হাট, বাঘলপুর বাজার, পোড়া ডাংগা হাট, তাতিবন্দ হাট, শান্তিপুর হাট, দুলাই হাট, চিনা খড়া হাট, ঘোড়াদহ হাট, বিরাহিম পুর হাট, চরগোবিন্দপুর হাট।