সুজানগর উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের রাজধানীর দক্ষিণ-পশ্চিমঅঞ্চলে অবস্থিত,এই উপজেলাকে ঘিরে রয়েছে দক্ষিণ পার্শ্বে পদ্মা নদী, উত্তর-পূর্বে আত্রাই নদী মাঝে বিল গাজনা ও গন্ডহস্তি বিল। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলারমত হলেও তবু কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়।
এই উপজেলায় রয়েছে পালপাড়া কুটির শিল্প, কুড়িপাড়া তাঁতশিল্প, নিশিপাড়া বাঁশবেতের হস্ত শিল্প, পদ্মা সংগীত একাডেমি এবং বিশিষ্ট অভিনেতা জনাব চঞ্চল চৌধুরীর জন্ম এই উপজেলাতেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস