উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে সুজানগর উপজেলার পূর্বতন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আজমল হোসেন [বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা] এর সার্বিক তত্ত্বাবধায়নে সুজানগর উপজেলার সর্বস্তর হতে আগ্রহী সকলকে নিয়ে রক্তের গ্রুপ টেস্ট করন ও কার্ড প্রদান এবং তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয় যার নাম করন করা হয় "ভার্চুয়াল ব্লাডব্যাংক"। এই কার্যক্রমে সকলেই স্বত:স্ফুর্ত ভাবে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনবোধে রক্ত প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এর সফলতা হিসাবে ১০০০ জন ব্যক্তির রক্তের গ্রুপ টেস্টিং ও তথ্য সংগ্রহ কার্যক্রম সফল হয় এবং একটি ডাটাবেজ তৈরী করা হয়। এর কয়েকটি কপি সুজানগর উপজেলার হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্থানে প্রদান করা হয়েছে। এখানেও এই ডাটাবেজটি সবার সুবিধার্থে সংযুক্ত করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস