এইএলাকার ইতিহাসপর্যালোচনায় দেখাযায় যে সুজানগর উপজেলার সভ্যতা বহুপ্রাচীন। পদ্মা নদী বিধৌত এইএলাকায় রয়েছে সবুজের সমারহ চর । বর্ষা মৌসুমে সমগ্র চর অঞ্চর থৈ,থৈ পানি আবার শরৎ কালে কাশবন ফুল ফুলে সাদা হয়ে উঠে দেখে বিশ্ব কবির সেই কবিতাটি মনে পড়ে চিকচিক করে বালি কোথাও নেই কাঁদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। । মাঝে বিলগাজনা ও গন্ডহস্তি বিল, বর্ষায় এর অপরূপ সৌন্দর্য নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না যে, কি অপরীপ সৌস্দর্যের লীলাভূমি। প্রত্নতাত্ত্বিকনিদর্শন হিসাবে রয়েছে তাতিবন্দ বিজয় গোবিন্দ চৌধুরীর জমিদাড় বাড়ী ও দুলাই আজিম চৌধুরীর জমিদাড় বাড়ী এবং সাগরকান্দি হযরত শাহ মাহতাব উদ্দিন আউলিয়ার মাজার শরিফ। নাজিরগঞ্জ ফেরিঘাট, গাজনার বিল, জেলাপরিষদ ডাকবাংলো ।
আরো বিস্তারিত জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন
১। পুকুরনিয়া শাহমাহাতাব উদ্দিন আউলিয়ার মাজার শরীফ
২। তাঁতিবন্দ বিজয় গোবিন্দ চৌধুরীর জমিদার বাড়ী
৩। দুলাই আজিম চৌধুরীর জমিদার বাড়ী
৫। বিল গাজনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস