Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উপজেলা প্রশাসন- ভার্সন- ১

সুজানগর উপজেলা


সুজানগর উপজেলা ২৩0৪৮˝থেকে ২৪০০˝উত্তর অক্ষাংশ এবং ৮৯২৩˝থেকে ৮৯৩৮˝পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সুজানগর উপজেলা পাবনা জেলার অন্তর্গত। পদ্মা নদী বাহিত পলিদ্বারা সৃষ্ট প্লাবন সমভূমির উপর অবস্থিত এ জনপদের রয়েছে অনেক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। সুজানগরের আদি নাম গোবিন্দগঞ্জ। মুঘল সম্রাট শাহ্জাহানের রাজত্বকালের শেষভাগে তার পুত্রদের মধ্যে রাজ সিংহাসন দখল নিয়ে যে বিরোধের সূত্রপাত হয় তার ধারাবাহিকতায় যুবরাজ শাহ সুজা আরাকানে পালিয়ে যান। তিনি আরাকান গমনকালে সুজানগরে ৩ রাত অবস্থান করেন। যুবরাজ শাহ সুজার এই অবস্থানকে চিরস্বরনীয় করে রাখার জন্য এ অঞ্চলের মানুষ এ জনপদের নামকরণ করেন সুজানগর ।

সুজানগর বিখ্যাত তাঁতিবন্দ বিজয় গোবিন্দ চৌধুরীর জমিদার বাড়ী ও দুলাই আজিম চৌধুরীর জমিদার বাড়ী এবং সাগরকান্দি হযরত শাহ মাহতাব উদ্দিন আউলিয়ার মাজার শরিফ, নাজিরগঞ্জ ফেরিঘাট এবং গাজনার  বিলের জন্য।

পাবনা জেলার পেঁয়াজ উৎপাদনে শীর্ষে অবস্থানে সুজানগর উপজেলা। দেশের পেঁয়াজ চাহিদার বড় একটা অংশ পূরণ হয় এই উপজেলা থেকেই।

সুজানগর উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের রাজধানীর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত, এই উপজেলাকে ঘিরে রয়েছে দক্ষিণ-পশ্চিমে পদ্মা নদী, উত্তর-পূর্বে আত্রাই নদী, মাঝে বিল গাজনা ও বিল গন্ডহস্তি। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো হলেও তবু কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়।

এই উপজেলায় রয়েছে পালপাড়া কুটির শিল্প, কুড়িপাড়া তাঁতশিল্প, নিশিপাড়া বাঁশবেতের হস্ত শিল্প, পদ্মা সংগীত একাডেমি এবং বিশিষ্ট অভিনেতা জনাব চঞ্চল চৌধুরীর জন্ম এই উপজেলাতেই।

অত্র উপজেলার দক্ষিণ দিকে প্রবাহিত পদ্মা নদী সংলগ্ন চরে প্রচুর পরিমানে আঞ্চলিক বালু পাওয়া যায়। এই বালু সুজানগর উপজেলার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়।

একনজরে সুজানগর

ক্রমিক

বি

তথ্যাদি

০১

জেলা

পাবনা

০২

উপজেলা

সুজানগর

০৩

সীমানা

পূর্বে বেড়া, পশ্চিমে পাবনা সদর, উত্তরে সাঁথিয়া এবং দক্ষিণে পদ্মা নদী

০৪

জেলা সদর হতে দূরত্ব

২০ কিঃ মিঃ

০৫

আয়তন

৩৩৪.৩৪ বর্গ কিলোমিটার

০৬

জনসংখ্যা

৩০৫৫৭৬ জন(২০২২ সালের জনশুমারী অনুযায়ী)

০৮

মোট ভোটার সংখ্যা

প্রায় ২০০০০০

০৯

মৌজা

১৮৬টি

১০

ইউনিয়ন

১০টি

১১

পৌরসভা

০১ টি

১২

নদ-নদী

২ টি (পদ্মা ও আত্রাই)

 

 

সুজানগরের দর্শনীয় স্থানসমূহ

সুজানগরের প্রখ্যাত ব্যাক্তিত্ব

০১।

বিল গাজনা

০১।

চঞ্চল চৌধুরী, অভিনেতা

০২।

দুলাই আজিম চৌধুরীর জমিদার বাড়ী

০২।

এ বি মির্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবীদ

০৩।

তাঁতিবন্দ বিজয় গোবিন্দ চৌধুরীর জমিদার বাড়ী

০৩।

সরদার জয়েন উদ্দীন, ঊপনাসিক

০৪।

নাজিরগঞ্জ ফেরিঘাট



০৫।

বিল গন্ডহস্থি




প্রশাসনিক কাঠামো


০১টি পৌরসভা, ১০টি ইউনিয়ন ও 208টি গ্রাম নিয়ে সুজানগর উপজেলা গঠিত:


ক্রম

ইউনিয়নের নাম

গ্রামের নাম

1

ভায়না


2

সাতবাড়ীয়া


3

মানিকহাট


4

নাজিরগঞ্জ


5

হাটখালী


6

সাগরকান্দি


7

রাণীনগর


8

আহম্মদপুর


9

দুলাই


10

তাঁতিবন্দ


মোট

১০ টি ইউনিয়ন

208 টি গ্রাম

 

জনপ্রতিনিধিদের তালিকা

ক্রম

পদ/পদবী

নাম ও মোবাইল নম্বর

০১

মাননীয় সংসদ সদস্য

জনাব আহমেদ ফিরোজ কবির                 ০১৭১২-১১৮১৯৫

০২

উপজেলা চেয়ারম্যান

জনাব শাহীনুজ্জামান শাহীন                     ০১৭১০-৫২৬০২৩

০৩

উপজেলা ভাইস চেয়ারম্যান

মোঃ জিয়াউর রহমান কল্লোল                  ০১৯৭৮-৬৪৩৫৮৮

০৪

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান

মোছাঃ মর্জিনা খাতুন                            ০১৭৪২-৫৬১৩৩৯

০৫

পৌরসভার মেয়র

জনাব মোঃ রেজাউল করিম                   ০১৭১৬-৯৮১০৯৫

০৬

ভায়না ইউপি

মোঃ আমিন উদ্দীন                              ০১৭৬১-৫৫৯৭৩০

০৭

তাঁতিবন্দ ইউপি

মোঃ আব্দুল মতিন মৃধা                        ০১৭১১-০৬৬৩৪১

০৮

দুলাই ইউপি

মোঃ সিরাজুল ইসলাম শাহজাহান            ০১৭১১-৯০২৭৯৬

০৯

আহাম্মাদপুর ইউপি

মোঃ কামাল হোসেন মিয়া                     ০১৭১২-৮৫৩৬৮১

১০

রাণীনগর ইউপি

জি,এম তৌফিকুল আলম(পীযুষ)              ০১৭১১-৩৭৯১৩৬

১১

মানিকহাট ইউপি

মোঃ শফিউল ইসলাম                           ০১৭৬১-৭০৮৪৮০

১২

নাজিরগঞ্জ ইউপি

মোঃ মশিউর রহমান                            ০১৭১২-১২৬৬৯১

১৩

সাতবাড়ীয়া

মোঃ আবুল হোসেন                              ০১৭১৯-৬৮৩৫৬১

১৪

হাটখালী

ফিরোজ আহম্মেদ খান                          ০১৭১২-৬৯৭৩২৫

১৫

সাগরকান্দি ইউপি

মোঃ শাহিন চৌধুরী                              ০১৭১৫-৯৪৮৬০৭

জনসংখ্যা (২০২৩-এর হালনাগাদ অনুসারে)

ক্রম

ইউনিয়ন

জনসংখ্যা

মোট

পুরুষ

মহিলা

হিজড়া

০১

ভায়না

২২০০৩

১১১৩৫

১০৮৬৮

০২

সাতবাড়ীয়া

২৯৭৩৯

১৪৭৫২

১৪৯৮৭

০৩

মানিকহাট

৩২৮২৩

১৫৯৬৭

১৬৮৫৬

০৪

নাজিরগঞ্জ

২৫০৯৪

১১৯৩৯

১৩১৪৫

১০

০৫

হাটখালী

১৯৮৭৩

৯৮২৫

১০০৪৮

০৬

সাগরকান্দি

৩৫৭৬৮

১৭৬৫৬

১৮১১১

০৭

রাণীনগর

১৯৭৭৮

৯৬৯৭

১০০৮১

০৮

আহম্মদপুর

৪০৪২৮

২০০০৬

২০৪২২

০৯

দুলাই

২৭৫৯৪

১৩৪৯২

১৪১০২

১০

তাঁতিবন্দ

২২৭৪৩

১১১২১

১১৬২১

১১

পৌর

২৯৭৩৩

১৪৬৭১

১৫০৬১

 

মোট

৩০৫৫৭৬

১৫০২৬১

১৫৫৩০২

১৩

 

উপজেলা প্রশাসন

এক নজরে সুজানগর উপজেলা- V1.pdf