পাবনার সুজানগরে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ইয়াছিন আরাফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) রাতে সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মৃত শিশুটি ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা হাসিব শেখের ছেলে এবং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে আরাফাত ও তার এক বোন ঘরে খেলছিল। তারা তাদের মায়ের ওড়না নিয়ে ফাঁসি-ফাঁসি খেলার সময় আরাফাতের গলায় ওড়না পেঁচিয়ে যায়। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে আরাফাতকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS