সুজানগর থানার ধারাবাহিক অভিযানে ০৭(সাত) জুয়ারী জুয়া খেলার তাস এবং নগদ ৩০১০/- টাকা সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ২৬/০১/২০২৩ তারিখ সুজানগর থানার বিলক্ষেতুপাড়া গ্রামে মোঃ জিন্নাহ কাজী এর বসত বাড়ীর পূর্ব দুয়ারী টিনসেট ঘরের মধ্যে রাত্রী ৩.০০ ঘটিকায় অভিযান চালিয়ে ০৭ জন জুয়ারীকে জুয়া খেলার তাস এবং নগদ= ৩০১০/- টাকা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত আদালতে সোপর্দ করা হয়েছে।
জুয়ারীরা হলোঃ
১। মোঃ রাজা সরদার(২৮), পিতা-মৃত সামসুর সরদার ২। মোঃ মোনজেদ মোল্লা(৪৫), পিতা-মোঃ ওহাব মোল্লা
৩। মোঃ বেলাল হোসেন(৩৫), পিতা-মৃত মামুন খান
৪। মোঃ জাহিদুল ইসলাম (২৫), পিতা-মৃত গফুর শেখ ৫। মোঃ মিরাজ বিশ্বাস(২৪), পিতা-মোঃ ইউনুস বিশ্বাস
৬। মোঃ আমিন সরদার (৪০), পিতা-মৃত লতিফ সরদর
৭। মোঃ বাচ্চু খান(৫৩), পিতা-মৃত মামুন খান সর্ব সাং বিলক্ষেতুপাড়া, থানা- সুজানগর, জেলা -পাবনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS