Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মহান বিজয় দিবস ২০১৪ উদযাপন উপলক্ষ্যে
Details

মহান বিজয় দিবস /২০১৪ এর সকল কর্মসূচিতে সুজানগর উপজেলাধীন সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণের উপস্থিত নিশ্চিত করার জন্য দপ্তর প্রধানগণকে অনুরোধ করা হয়েছে।  গত ২৬ /১১/২০১৪ খ্রি: তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সাখাওয়াত হোসন এর   সভাপতিত্বে মহান বিজয় দিবস' ১৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ।১৬ ডিসেম্বর , ২০১৪ মহান বিজয় দিবস উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কালের পরিক্রমায় আমাদের মাঝে ফিরে এসেছে জাতির রব ও অহংকারের দিন মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমারের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী  সংগ্রাম এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এদিনে বিশ্ব মানচিত্রে অভ্যূদয় বীর সন্তানদের যাদের সর্ব্বোচ্চ দেশপ্রেম আর নির্মোহ আত্নত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন সার্বভেৌম বাংলাদেশ ।মহান মুক্তিযুদ্ধের অবিস্বরনীয় ও মহিমান্বিত স্মৃতি অস্লান রাখার প্রায়াসে এদিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, সুজানগর, পাবনা ২(দুই) দিন ব্যাপি এক কর্মসূচি গ্রহণ করেছে।  এই কর্মসূচী নিম্নোক্তভাবে গৃহীত হয়:১৫ তারিখে  বিকাল ৩টার সময় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।সন্ধ্যা হতে  প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় ও রং বেরংয়ের পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং আলোক সজ্জাকণ।১৬ তারিখ প্রত্যুষে ১২ টায় ৩১(বার) তপোধ্বনির মাধ্যমে মহানবিজয় দিবস/২০১৪ এর শুভ সূচনা। সকালে সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন। এর পর বিজয় র‌্যালী শুরু।  শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসেৌধে পুষ্পার্ঘ অর্পণ মাজার জিয়ারত ও দোয়া ।দুপুর ২টা সময় বিভিন্ন ধরনের খেলাধুলা। এই ভাবে দিবসটি পালন করা হবে। 

Attachments
Publish Date
11/12/2014